মনে পড়ে, খুব মনে পড়ে
প্রীতিময় স্মৃতিরা যখন সজোরে ঝাপটে ধরে
তখন তোমাকে আমার ভীষণ মনে পড়ে।


গাঙচিলের ডানায় গোধূলির রঙ মেখে
যখন আপন নীড়ে ফিরে তখন কেবল
দুচোখের পাতা বেয়ে হেমন্তের
শিশিরের মতোন নিঃশব্দে অঝর ধারায়
বেদনাশ্রু ঝরে পড়ে।


পায়ের তলায় কাশ মাথার ওপরে নীলাকাশ
মাঝখানে জমে থাকা আশা
কোথাও কেউ-ই নেই আর; আছে কেবল আমার
সেই জলপাই রঙের নরম ভালোবাসা।


ভালোবাসা তো হৃদসাগরে উথলে ওঠা ঢেউ
ভালোবাসা তো এমন একজন মনের মতন
খুঁজে পাওয়া কেউ।
বলো আমি তোমা ছাড়া কেমন করিয়া বাঁচি
তুমি আমার তেমনি একজন
দূরে থেকেও দিনে রাতে থাকো কাছাকাছি।


ও আমার জলপাই রঙের কোমল ভালোবাসা
শত বেদনার মাঝে শুধুই তোমার কথা
ভেবে ভেবে আগুনের কণা মুখে বেঁচে আছি!
১৫-৭-২০১৯