জলকে বড় ভালোবাসি
জলতরঙ্গের মাঝেই চলে
ভাঙ্গাচুরার খেলা
গড়ার আশা হয় না পূরণ
জলস্রোতে যায় গড়িয়ে
সাধের যৌবন বেলা!


অক্লেশে পান করতে পারি
বিষাদের নীল পেয়ালা
সইতে পারি কিংকোবরার
তুমুল বিষের জ্বালা
পারি না সইতে কেবল কারো
নিষ্ঠুর অবহেলা!


আয়নায় দেখি নিজের ছায়া
বেদনার বিশাল ঢেউ
কয়লায় আঁকা করুণ কষ্টের
অস্থির চিত্র হৃদয় থেকে
পারো যদি মুছে দিও কেউ!


চাই না মরতে আঁধার রাতে
একা সঙ্গোপনে
তাইতো বসে কাটাই সময়
ডাহুক ডাকা বনে
চাই না কারো ভালোবাসা
চাঁদের কাছে জানিয়ে গেলাম
মনের অন্তিম আশা
খুব গোপনে
মরার পরে দিও আমায় ঢেকে
জোছনার কাফনে!
২৬-১০-২০১৯