খাতার পাতায় আঁকি স্মৃতিময় কারুকাজ মোহনগন্ধী স্বননে
আবেগের ঢেউ নেচে যায় অন্ধকারের শরীর
বেয়ে নেমে আসা পুলকিত মননে।


রাত্রির দেয়ালে ছায়া ফেলে নক্ষত্রের মৃদু আলো
হৃদয়ের ক্যানভাসে ফেলে আসা দিন হয় পরিপূর্ণ প্রতিভাস
নির্বাক সময় বলে চলে নিয়তির ইতিহাস।


অন্ধকারে নালা কেটে উঁকি দেয় ক্ষয়ে যাওয়া চাঁদ
সন্তর্পণে নেমে আসে জানালার খুব কাছে
চাঁদের আলোয় ভালো করে দেখে নিই-
ঝড় বৃষ্টি প্রখর উত্তাপে জীবনের সবকিছু মুছে গেছে
কেবল তোমার দেয়া ভালোবাসার নির্মল দাগটুকু
যত্নে আছে; খুব যত্নে আছে।
৩১-৫-২০১৯