[১৫ ডিসেম্বর ২০১৭ কবি অরিরুদ্ধ বুলবুলের আমন্ত্রণে তাঁর বাসায় বাংলা কবিতা ডট কম পরিবারের কতিপয় কবির অংশগ্রহণে অনুষ্ঠিত কাব্যসন্ধ্যার আনন্দময় মুহূর্তের কল্পচিত্র।]


খাই খাই কবির ভাই
বলে করি ঠাট্টা
যা পারেন সব খান
খাবেন না যে প্লেটটা।
সাবধান করে দেন
অনিরুদ্ধ বুলবুল
পেটে যদি যায় প্লেট
বেঁধে যাবে গণ্ডগোল।
আমি খাই ভয় পাই
সুগার যদি বাড়ে
মজার খাবার মাগনা পেলে
সহজে কেউ ছাড়ে!
মনির ভাই ভয় নাই
কবি রুনা বলে
খানতো দেখি বুঝবো আমি
আপনার কিছু হলে।
রুনার ছেলে রুহান
মায়ের আঁচল টানে
বাবার সাথে খাবারগুলো
একে একে আনে।
কবিপতি মুজিবুর
খাবার এনে দিলে
চার কবি খেলাম সব
টপাটপ গিলে।


ফল খাই জল খাই
কমলার রস খাই
চা কফি স্প্রাইট খাই
খেয়ে খেয়ে সারা
কাসুন্দিতে মেখে খাই
থাই পেয়ারা।
পুলি পিঠা মুঠি পিঠা
মালপোয়ার স্বাদ
একে একে সব খাই
রাখিনি তো বাদ।
আরো ছিলো পাটিসাপটা
ভিতরে তার ক্ষীর
শনপাপড়িটাও ছিল সাথে
চকো সাফারির।
ডুবা পিঠা লাগল মিঠা
হিম হিম শীতে
কবি বুলবুল ভুলে যাননি
বেদানাটা দিতে।
অ্যাপেলটা আর বাদ যাবে ক্যান
সেটাও তুলি মুখে
একটি সন্ধ্যা কাটল ভারী
আনন্দ আর সুখে।
আত্মকথন স্মৃতিচারণ
কবিতা আর গান
খাওয়ার ফাঁকে হাস্যরসে
ভরলো সবার প্রাণ।
১৫-১২-২০১৭