কাকের বাসায় পিকের ছা
ফোটালো সে দিয়ে তা
ভিন ভাষাতে করে রা।
কাকের মনে কষ্ট
অনেক সাধের স্বপ্ন যে তার
হয়ে গেল নষ্ট।


পিকের ছানা ডাকে যখন
কুহু কুহু স্বরে
আপন ভাষা ছাড়া কাকের
মন কি বলো ভরে!


আপন কি আর হয় কখনও
পরের পেটের ছেলে
মনের দুঃখে ছানাটিকে
দেয় সে নিচে ফেলে।


পাখির ছানা পেয়ে হাতে
দুষ্টু ছেলের দল
আনন্দেতে হল্লা করে
জমায় কোলাহল।


পিকের ছানার প্রাণ বাঁচাতে
ওঠে ঘরের চালে
যত্ন করে রেখে আসি
আমগাছটার ডালে।


বনের পাখি বনে ছেড়ে
পেলাম মনে সুখ
জানিনি তো গেল কিনা
কাকের মনের দুখ।
২৪-৫-২১০৮
স্বরবৃত্ত ছন্দ