তখনই বোঝা যায় বিবেকের ক্ষয়
কুক্কুট শিয়ালে যখন সন্ধি হয়।
মুখে ফুটাও নীতিকথার খই
তলে তলে গলে হও মিষ্টি দই।
সোজা কথা বোঝা মনে করে
পাকাও তালগোল
হারামীর সাথ ভাঁড়ামী করে
নিজ পাতে টানো স্বার্থের ঝোল।


যে দিয়েছে কথায় কথায় গাল
গাল চাটে আজ সেই ধূর্ত শিয়াল
চেনোনি তারে চিনবে তখন
যখন তোমার ছিলবে ছাল।


স্বীকৃত শ্রদ্ধায় আসীন সিরাজ
ঘসেটি জাফর ধিকৃত হেয়
মল খেয়ে জল ঘোলা করে
চিরকাল কালকূট সারমেয়।
৪-১১-২০১৯