কামিনীর বুক খোলে এক পূর্ণিমা রাতে
বলেছিল, “রূপ রস গন্ধ যত পার নাও দু’হাতে-
স্পর্শিলে রবি
অস্পৃশ্য হয়ে যাব আলোর প্রভাতে।
কামনার জল করে ছলছল
বুকে বহে প্রেম যমুনার ধারা,
তোমার পরশে, মনের হরষে
যামিনী শেষে আমি তো যাবোই মারা।”
১৪-৭-২০১৮