(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)


জামদানী শাড়ীর মতন বুনি স্বপ্ন
বাবুই পাখির মতোন নির্মাণ করি আশা
বুকের জমিন করি হেমন্তের মাঠ
যেখানে জমানো থাকে কৃষকের ভালোবাসা।


তবুও যখন আসে ঝড়, ভাঙে ঘর
অশ্রুপ্লাবণের সাথে ভেসে যায়
শয্যার সৌখিন খাট, ফসলের মাঠ
অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে হৃদয়ের চৌকাঠ।


তবুও আশায় আদিগন্ত
মেঘের সিঁড়ির মতন বাড়াই মনের পরিধি
চিতল মাছের মতন যতনে
কামনার করিডোরে কেউ একজন
খনন করুক প্রশান্তির দিঘি।
২৮-০২-২০২১