মন পুড়ে যায় বন পুড়ে যায়
যন্ত্রণাবীজ পুষ্ট হয়ে
নতুন নতুন বৃক্ষ গজায়।


চোখ ভরে যায় জলের ধারায়
বিষবৃক্ষের ডালপালাতে
বিষাদের রাত জল ঢেলে যায়
দুঃসময়ের শুষ্ক হাতে।


বুকের ভিতর ঢুকলে আগুন
কী আসে যায়
পোড়বে কী আর পোড়ছে যখন
হৃদয় আমার তপ্ত খরায়;
আগুনে আর নেই কোনো ভয়
আগুনজলে ধৌত করি
ভাঙা হৃদয় সকল সময়।


যত পারিস যা দিয়ে যা
বুকের ভিতর যন্ত্রণা তুই
যন্ত্রণার ওই বিছানাতে প্রতিরাতে
বুক পেতে শুই।


যন্ত্রণাতে নেই কোনো ভয়
পার হলে ঘোর বিষাদ সময়
বৃষ্টি হয়ে আসবি রে তুই
আশায় থাকে কামুক হৃদয়।


তোর আশাতেই ভাসাই ভেলা
আগুন নিয়ে করি খেলা
দৃষ্টি ফিরাই স্মৃতির ওপার
বজ্রের আলোয় কাটবে আঁধার;
আঁধারে আর নেই কোনো ভয়
রাত জাগে তাই কামুক হৃদয়।


তোর আশাতে বিজন রাতে
কামনার জল বান ডেকে যায়
নিঝুম রাতের নির্জনতায়
নেই কোনো ভয়; অষ্ট প্রহর
নষ্ট হাতের কষ্ট পেতে
বুকের ভিতর গোপন ক্ষতে
মুখিয়ে থাকে কামুক হৃদয়।


আয়না পাগলী আয়না সাথী
পূর্ণ করি তোর আর আমার
আধেক হৃদয় সূতায় গাঁথি।
২-৫-২০১৮