কান কাটা মরদের নাই কোনো লাজ
ঘোল ঢালা মাথা দেখে বলে রাজ তাজ।
পাদুকার মালা যদি গলাতে ঝুলে
বলে দেখো কী শোভা তরতাজা ফুলে।
চুনকালি মাখা মুখ দেখে আরশিতে
বলে কী যে মনোহর মুখ দর্শিতে।
লাজহীন বেহায়ার দেখে ভরা দম্ভ
কুকুরও চেয়ে থাকে হয়ে হতভম্ব।
বেহায়ার বড় গলা সব কথা কাজে
বাঁদরেও ঢাকে মুখ শরমে ও লাজে।
কান কাটা মরদের দুটি কানই কাটা
মাঝ পথে হাঁটে সে খেয়েও লাথি ঝাটা।
১৮-০১-২০১৮