পথের ধারে কামিনী এক
নিঃসংগতায় দাঁড়িয়েছিলো
জ্বলছিলো তার দুই চোখেতে
সন্ধ্যা রাতের নিয়ন আলো।
কেউ দেখে না ফিরেও তাকে
হাত বাড়িয়ে যাকেই ডাকে।
আমার নাকে গন্ধ ঢেলে
চলার পথে থামিয়ে দিলো।
এপাশ ওপাশ ফিরে দেখি
যন্ত্রযানের ডাকাডাকি
দক্ষিণ পাশে চোখ ফিরাতেই
বিস্ময়ে যাই হারিয়ে খেই
পথের ধারে করছে খেলা
বক্ষ খোলা শ্বেত কামিনী।
ভাবালুতায় জড়িয়ে রাখে
পথের বাঁকে
তন্দ্রাহীনা যায় কেটে যায়
আধাঁর ঘেরা ঘোর যামিনী।
ঝাপটে ধরে করলো আদর
পথের ধারে দাঁড়ানো এক
এলোকেশী ফুলকুমারী
কাননবালা কুল কামিনী।
কেউ আর দেয়নি এমন আদর
দিয়েছে যা গন্ধমাখা
অনাদরে পড়ে থাকা
কাননবালা সেই কামিনী!
১৮-২-২০১৯