সুখপাখি তো সারা জনম রয় না কারো কাছে
স্মৃতির তিতির ঝরা পালক নিয়েই মানুষ বাঁচে
সুনামি ঝড় বুকের খাঁচা যতই করুক ফাঁকা
বাঁচতে হবে মরার আগে তাইতো বেঁচে থাকা।


সূর্যকীরণ দিনের ভেতর যায় না যেমন দেখা
বেহিসেবী হাইড্রোজেনের দহন ব্যথার রেখা
তেমন করে মানব জীবন যতই জ্বলতে থাকে
হাসির রঙিন আলোয়ানে দুঃখ আড়াল রাখে।


ভাল্লাগে না হাহুতাশের জীবন কারো কাছে
তাইতো মানুষ মনের দুঃখ গোপন করে বাঁচে
বাঁচার জন্য বাঁচতে হবে এটাই কেবল জানে
এই জগতে কেউ জানে না বাঁচার আসল মানে।
০২-০৩-২০২১