প্রকৃতির অদ্ভুত খেয়ালে
মনের দেয়ালে
লেগে থাকা রঙ
হয়েছে মলিন ধূসর
হৃদয়ে চৈতের বিরহী খরা
জীবনতটে জমেছে ঊষর বালুচর।
তবু মেলে থাকা
চোখের কার্ণিশে লীলাবতী
খেয়ালী খোয়াব
জলরঙ আলপনা আঁকে
সপনের গাঙচিল ডানা মেলে
ঘুরে ঘুরে আসে
জীবনের ভরা বাঁকে।
পাখির ডানায় খুঁজি বিমুক্তির চাবী
বাতাসের হাত ধরে
শূন্যে ভেসে যায়
শোষিতের অনাপোসী দাবী।
৪-৩-২০১৯