[কবি জাহিদ হোসেন রনজুর লেখা কবিতা “প্রতিবিম্বে প্রতিচ্ছবি”র শেষ চরণে যে প্রশ্নের অবতারণা করেছেন তার উত্তরে লেখা কবিতা। কবি জাহিদ হোসেন রনজুর জন্য ক্ষুদ্র উপহার]


ক্ষমতাধর সাদেক আলীর
ক্ষমতার নেই অন্ত
তিন ছেলে তার কামাই করে
কী যে পয়মন্ত!
এক ছেলে তার রাজনীতিবিদ
আরেক ছেলে ডন
ছোটটি তার গুণী পুলিশ
জানে জনগণ।
এর বেশি ভাই লিখতে গেলে
হতে পারেন গুম
হয়তোবা ভাই মারা পড়বেন
খেয়ে পেট্রোল বোম।
সাদেক আলীর ভাব দেখে আজ
ভাবছেন দেশের দশা
রুই কাতলারাও ডুব মেরেছে
আমরা তো ভাই মশা।
এক চাপেতেই কুমড়োপটাশ
হাওয়া পেলেই কাত
চোখ বুঝে তাই কোনো রকম
পার করি দিন রাত।
দেশের কথা ভাবার এতো
সাহস বলেন কই
প্রাণ ভয়ে তাই ঘরের ভিতর
চুপটি মেরে রই।
প্রতিবিম্বে প্রতিচ্ছবি
দেখতে করি ভয়
আতঙ্ক এই মনের ভিতর
কখন কী যে হয়।
৫-২-২০১৮