আজকাল মরে যাওয়া ইচ্ছেনদী বেশ খরস্রোতা হয়ে ওঠেছে
কিছুতেই নিয়ন্ত্রণে থাকতে চায় না...


এই ধরো-যখন তখন তোমার চুল ছুঁতে ইচ্ছে করে
কমলাকোয়া ঠোঁট ছু্ঁতে ইচ্ছে করে
সারসের মতো গ্রীবা আর তার নীচে
বয়ে চলা দুধসর সরোবরে ফোটে থাকা
দুটি পদ্মের পাপড়ির কমনীয়তার মাঝে
নাক ডুবিয়ে গন্ধমের ঘ্রাণ নিতে ইচ্ছে করে


শান্তির পরশ মাখা হাতে হাত রাখতে ইচ্ছে করে
হাতে হাত রেখে সমান্তরাল রেল লাইন দিয়ে বহুদূর হেঁটে যেতে ইচ্ছে করে
শরতের শিশির ভেজা মোলায়েম ঘাসের মত বুকে মুখ লুকাতে ইচ্ছে করে
ইচ্ছে করে শীতের নরম রোদের মতো তোমার শরীরের ওম নিতে
তোমার চিবুকে ঠোঁট ঘষে ঘষে বলতে ইচ্ছা করে, আমি তোমাকে অনেক ভালোবাসি...


আমার দুচোখে তুমি স্বপ্ন সুখের যে
আলপনা এঁকে দিয়েছো তার রঙ দেখতে ইচ্ছে করে
আর যখন তোমাকে দেখতে না পাই
তখন কল্পনায় সব সুন্দরের আয়োজন দেখে দেখে মরে যেতে ইচ্ছে করে...


আমার ইচ্ছের খরস্রোতা এই নদী
হৃদয়ের দুকুলই ভেঙে প্রবল প্রতাপে প্রবাহিত হয়
জানি না কোথায় এর শেষ ঠিকানা...
২৩-৯-২০১৯