ঘুম হতে আজ জেগে দেখি
আমার দাওয়ায় হাসছে বসে
জুঁই আর বেলি
প্রভাত রবির কিরণ মেখে
মাধবীরা খেলছে হোলি।


অনুভাবের বিভাব ঘোরে
তাকিয়ে থেকে আকাশপানে
মনকে ভিজাই মধুর গানে
তার কথা আজ মনে পড়ে
দোলনচাঁপার শুভ্র বুকে
দৃষ্টি পড়ে অনুরাগের বৃষ্টি ঝরে।


বৃষ্টি ফোঁটা করছে খেলা
ঘোর বিরহের ঊর্মি দুলে
বুকের ভিতর কষ্ট ভরে
খুব একেলা কাটাই বেলা।
ভেসে আসে মনদরিয়ায়
দুঃখের ভেলা
তুমি ছাড়া আমি যখন
খুব একেলা, খুব একেলা!
২৬-৫-২০১৯