[কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গতকালের লেখা কবিতায় মন্তব্য করতে গিয়ে সৃষ্ট কবিতা। প্রিয় কবি গোপাল চন্দ্র সরকারকে উৎসর্গিত।]


গিন্নিকে ডেকে বলে বাহাদুর ভীম
বিকেলের নাস্তায় খাবো ভাজা ডিম।
যেই কথা সেই কাজ গিন্নি তা করে
তেল কম পোড়া পোড়া ভীম খুঁত ধরে।
খুঁত ধরা স্বভাবের ভুড়ি মোটা কর্তা
বলে ডিম খাবো না এনো আলু ভর্তা।
বকা খেয়ে গিন্নি ভাবে আলুথালু
অসময়ে ঘরে আমি কোথা পাই আলু!
এরই মাঝে ঘরে ঢুকে কর্তার খালা
করে গিন্নি হায় হায় একি মোর জ্বালা!
শত খেটেও গিন্নি পায় না যে দাম
খুঁত ধরা কর্তার মুখে রাম নাম।


চৌকাঠের আড়ালে নারী খাটে দিন রাত
তবু কেন দেখে না আলোর প্রভাত।
রাত দিন খাটুনির নাই স্বীকৃতি
খুঁত ধরা কর্তাদের নাই মায়া প্রীতি।
গিন্নির অন্তরে অস্ফুট পীড়নের বেদনা
জেগে ওঠো নারী আড়ালে আর কেঁদো না।
৯-১-২০১৮