পদ্য লিখবো পদ্ম পাতায়
শিশিরের জল দিয়ে
শঙ্খচিলের ছায়া পড়বে
জলের নিচে গিয়ে।


জলের ভিতর উড়াল পাখি
দেখে জলের মাছ
লেজের ভরে সেও দেখাবে
খেমটা তালে নাচ।


পদ্মফুলে মৌমাছিরা
বসবে যখন উড়ে
আমার পদ্য থাকবে লেখা
পদ্ম পাতা জুড়ে।


ফুল পাখি মাছ মৌমাছিরা
বলবে দেশের কথা
কী অপরূপ তুমি মাগো
আমার বঙ্গমাতা!
১৮-০১-২০১৮