আমার কাছে কী চাও বলো
অমন করে
চোরের মতো ঢুকছ কেন
মনের ঘরে।
দিচ্ছ হানা যখন তখন
দস্যিপনা
শোনছ না ক্যান বাউল মনের
কোনো মানা।
কেঁদে কেন সুখ চকোরী
করুণ সুরে
রক্ত ঝরাও রিক্ত মনের
অন্তপুরে।
ওই দুটি চোখ রাখো যদি
আমার চোখে
দেখতে পাবে কার নাম লেখা
দগ্ধ বুকে।
প্রেমে পড়ে মরছি দেখো
মরার আগে
ভুল করে আজ পড়ছি দেখো
যমের ভাগে।
তুষের আগুন জ্বলছে দেখো
কেমন করে
হাত দিও না মরবে তুমিও
জ্বলে পোড়ে।
নেই কিছু আজ দেবার মতো
শুধুই ক্ষত
বইতে নাহি পারবে তুমি
আমার মতো।
তারেচে ভালো দূরেই থাকো
নিরাপদে
জেনেশুনে ঝাপ দিও না
মরণ ফাঁদে।
প্রেমের আগুন বড়ই করুণ
পোড়ায় যারে
ছাইভষ্মটাও গঙ্গাজলে
ডুবিয়ে মারে।
প্রেম চেয়ো না অনুরাগী
চাও যদি ঠাঁই
বুকের পরে রাখবো ধরে
এটুক-ই চাই?
বেশ! তা হলে পরাণ খুলে
ওই আঁচলে
নাও না বেঁধে আকুল রাধে
কৃষ্ণ বলে।
যাক নিভে যাক দহন চিতা
কৃষ্ণ-রাধার
ধুম পড়ে যাক কষ্ট ভুলে
ভালোবাসার।
২৩-৬-২০১৮