কিছুই তো নেই আর হাতে
যখন এ হাত থেকে খসে গেছে
ভালোবাসার মায়াবী হাত এক
আলোহীন মধ্য রাতে। যেন সে তরল
অন্ধকারের জঠর থেকে খসে যাওয়া বিবর্ণ
এক ফালি চাঁদ। শিশিরের কণা মুখে
ঘাসের উপর পড়ে আছে এ জীবন থেকে
ঝরে পড়া ক্লান্ত অবসন্ন মলিন প্রভাত।


জীবনের প্রবাহ যে গেছে থেমে
অনাদিকালের যাত্রা শেষে মনের মোহনায়;
দুরাশার চোরাবালি বন্ধ করে দিয়েছে
হৃদয়ের সব চেনা গলি।
ফেলে আসা স্মৃতি বিস্মৃতির অতল থেকে
পিছু ডাকে শঙ্খচিলের করুণ চিৎকারে।
তবু ফিরতে চায় না মন মনের দুয়ারে-
কেননা বেড়েছে হৃদয় থেকে হৃদয়ের
বিস্তর ব্যবধান অবহেলা অনাদরে।


এখন কেবল মনে হয় চোখের কাজলে
ডাহুকের ডানায় আঁকা অাল্পনা রঙহীন রঙধনু;
সুরহীন, সুষমাহীন সুরঞ্জনা।
কেবলি মনে হয় –ভালোবাসা মানে
মিষ্টি কথার মোড়কে মিথ্যা প্রবঞ্চনা।
১৪-১০-২০১৮