লোকে বলে- কবির বাণী, নবীর বাণীর মতো
কবি যদি মিথ্যা বলেন, বাড়ায় হৃদে ক্ষত।
কবির চোখে পড়বে ধরা, সকল অসঙ্গতি
কবি হবেন আম জনতার, নিরপেক্ষ অতি।
ভালো-মন্দ সকল কিছুর, নিখুঁত সুন্দর ছবি
শব্দ-কথায় আঁকতে পারেন, কেবলি এক কবি।
কবি হবেন ভোরের রবি, দিবেন সবায় আলো
তুলে ধরবেন অসঙ্গতি, হলুদ কিংবা কালো।
করবে না সে লেজুরবৃত্তি, বিশেষ কোনো দলের
আশ্রয় সে তো নিবে না যে, মিথ্যা কোনো ছলের।
যার লেখাতে ফোটে ওঠে, পক্ষপাতের ছবি
আর যা কিছু হোক না সে ভাই, নয়তো আসল কবি।
২৬-৬-২০১৮