ওপারের জল এপার গড়ায় গঙ্গা পদ্মা নামে
প্রীতির পত্র আসে যে রোজ ডাকপিয়নের খামে।
দেশ কেটে যেই দু’ভাগ হলো পড়লো মাঝে বেড়া
হৃদয় ছুঁতে গিয়ে দেখি কাঁটাতারে ঘেরা।
আকুতি সব রইলো জমে একই ভাষার ঘরে
লাভ তবে কি হলো ভাইরে দেশকে দু’ভাগ করে।
রক্তের বাঁধন যায় কি কখন টেনে টেনে ছেঁড়া
মনটাকে কি বাঁধতে পারে কাঁটাতারের বেড়া।


উজান জলে ভাসিয়েছি মনপবনের নাও
যাওরে ঊড়ে উদাসী মন ওপার বাংলায় যাও।
বসছে সেথায় বাংলা কাব্যের স্মৃতিময় এক আসর
অনুভবে নাও সাজিয়ে স্বর্গ সুখের বাসর।
বাংলা কবিতা জাগিয়েছে প্রাণেরও স্পন্দন
যুগে যুগে অটুট থাকুক ভ্রাতৃত্বেরও বন্ধন।
৯-৪-২০১৮