অভিধান ঘেটে ঘেটে ঘেমে নেয়ে বের করি
মোহন স্বনন
শব্দের পাপড়ি দিয়ে কবিতার ফুল ফুটাই
কষ্টের কণ্টকাঘাত উপেক্ষা করে...


ভোরের শিশিরে সিক্ত ঘাসে রিক্ত বুকের
উঠোনে শেফালির মতো
অনেক আশায় পেতে রাখি ভালোবাসার ফুলশয্যা...


সুন্দরের সব আয়োজন কেবল তোমাকে ঘিরে
অথচ তোমার কাছে একে মনে হয় কবিতার বিরক্তিকর বিলাপ...


দুর্বৃত্তের জলসাঘরের ঝাড়বাতির ঝলকানিতে
তুমি মুগ্ধ যখন, তখন
আমার ভেতরে কেঁদে কেঁদে মরে যায়
কবিতার একেকটি নিষ্পাপ সরল শব্দ...


সম্প্রীতির মোহন মোহনা থেকে বিচ্ছিন্ন বদ্বীপে
জলের কল্লোলে সত্যি সত্যি বেজে ওঠে কবিতার
বিরহী বিলাপ...
২১-৯-২০১৯