একটা কবিতা ভূমিষ্ট হবে -
তার প্রসব বেদনায় কাতর আমি।
সেই সন্ধ্যা হতে ভোর, খোলে না দোর
কল্পনা দেবী; বেহিসেবি সময়ের অপেক্ষা।
বেদনার ঢেউ পা হতে মাথায় গিয়ে
মস্তিষ্কের নিউরনে কয়েকবার
চক্কর দিয়ে ফিরে আসে মুখে;
আবার ফিরে যায় বুকের ধুকবুকানি বেয়ে
পায়ের নখে, হাতের নখে, আঙ্গুলের ফাঁকে।
ব্যথার কষ্টে আড়ষ্ট জলশূন্য জিব গলে
বেরোতে পারে না কিছুতেই।


ভোরের আজান হতে মাত্র পাঁচ মিনিট বাকি
আচম্বিত শব্দে আমার কণ্ঠ গলে
ভূমিষ্ট হলো সাত মাত্রার আচানক এক কবিতা!
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত যেভাবেই গুনি - সাত মাত্রা!
কবিতার নাম - “তোমাকে ভালোবাসি।”
সেই থেকে শুরু আমার ভিতরে কবিতার যাত্রা।
৩-১০-২০১৮