কোরবানি দাও বনের পশু মনের পশু মারো
কম করে খাও হালার রুজি হারামটাকে ছাড়ো।
লোকদেখানো কোরবানিটা দিতে অনেক দামে
অসৎ কামাই করলে তুমি টেনে ডানে বামে।
পরের টাকায় কিনলে পশু জাহির করলে নাম
খোদার কাছে এই কোরবানির নাই যে কোনো দাম।
হারাম আয়ে কেনা পশু হোকনা যত দামী
কার অন্তরটা কত খাঁটি জানেন অন্তর্যামী।
পরের পাওনা দাও মিটিয়ে হক মেরো না কারো
আল্লার রাহে করো কোরবান যত খুশি পারো।
জীবন-মৃত্যুর মালিক কেবল আল্লাহ মহিয়ান
তার খুশিতে খুশি মনে করো জান কোরবান।
প্রতিবেশী দীন-দুখিরা পায় যেন তার স্বাদ
নইলে বিফল ত্যাগের শিক্ষা সব হবে বরবাদ।
২২-৮-২০১৮