বুকের জমিনে কবে যে রোপিত হয়েছিল
কষ্টের বীজ; মনে নেই। এতকাল
ধরে জলসেচ দিয়ে দিয়ে
যে বৃক্ষ জন্মালাম,
সেটি এক
বিষবৃক্ষ।
সেই
বৃক্ষের ডালে,
বাসা বেঁধেছে দাঁড়কাক।
তার পালকের উষ্ণতায় আমি
হৃদয়ে পেতে চেয়েছি প্রশান্তির উম;
পেলাম, হৃদয় জুড়ে দাঁড়কাকের ঠোঁকরানোর ক্ষত।
১৭-৪-২০১৮