যে বয়সে হাত বাড়ালেই অনায়াসে
আসার কথা মুঠোভর্তি প্রেম
সে বয়সে প্রেমের বদলে কুড়িয়েছি
অপ্রেমের কঠিন পাথর...


যতবার হৃদয় উদ্যান হতে ছিড়ে দিয়েছি গোলাপ
ততবার ফুলের সৌরভ নিয়ে ফেলে রেখে গেছে অজস্র পাথর-
প্লায়োস্টোসিন যুগের রাশি রাশি পাললিক পাথর...


এসব পাথর বুকের জমিনে সাজিয়ে রেখেছি সময়ের প্রয়োজনে
চোখের নদীতে দিয়েছি এমন মজবুত বাঁধ
যার ফোকরে গলে না একফোঁটা জল...


তাইতো এ বুকে ফোটে না এখন আর সুগন্ধি গোলাপ
অভেদ্য দেয়াল ভেদ করে বাহিরে আসে না প্রেমের সংলাপ...


আমি জানি, এ পাথর সরাতে আসবে না কেউ কোনোদিন
তাইতো হৃদয় রাখিনি বন্ধক, মিটিয়ে দিয়েছি ঋণ...


ঋণ শেষে দিনান্তে কষ্টের কুঁড়েঘর আজ পাথরের অট্টালিকা
নষ্ট ক্ষতে কষ্টগুলোর কামড় এখন  ক্ষুদ্রাতিক্ষুদ্র পিপীলিকা...
১৯-১০-২০১৯