[পরম শ্রদ্ধাভাজন বন্ধুপ্রতিম কবি অনিরুদ্ধ বুলবুলের “বাইনারি সুখের পিদিম থেকে “কষ্ট বেচব আজ” কবিতায় প্রভাবিত হয়ে লেখা প্রিয় কবিকে নিবেদন করলাম।]


কষ্টের নিলাম ডাকবো আজ
যেসব কষ্ট এতকাল ধরে বুকের ভিতরে
জমেছে নিলাজ।
যেসব কষ্ট মগজের ভিতর ঘুমায় জেগে জেগে
আবার কিছু বিদ্ধ করে হৃদয় পরে
ক্ষীপ্র গতির বেগে।


কিছু কষ্টের নখ-দন্ত ভীষণ সূচালো ধার
কিছু কষ্ট উগ্র, তীব্র, অস্থির-
কিছু রসালো ভার।
কিছু কষ্টের গ্রথিত ফুলমালা-
যতনে দিতে পারে অহরহ
তুমুল বিরহ জ্বালা।
কিছু কষ্ট তাড়ালেও যায় না
আড়ালে থেকে কাটে ধারালো কাঁচে
কিছু কষ্ট বড়ই বেয়ারা
যত্ন ছাড়াই চিরদিন বাঁচে।
কিছু কষ্ট হৃষ্টপুষ্ট অক্ষয় প্রজাতির
কিছু কষ্ট অতি ছোঁয়াচে
কিছু স্থায়ী, ধীরস্থির।
কিছু কষ্ট অভিজাত অতি
ঘুমায় দামী বিছানা খাটে
কিছু আবার যায় না দেখা
রক্তের ভিতরে হাঁটে।
কিছু কষ্ট মগজে কামড়ায় কিছু কামড়ায় হাড়ে
কিছু কষ্ট মাংসের জমিনে
বাইনারি সিস্টেমে বাড়ে।
কিছু কষ্ট সুক্ষ্ণাতিসুক্ষ্ণ কিছুটা অতি রুক্ষ
কিছু কষ্ট বুকের গহীনে দিতে পারে
অনায়াস চরম দুঃখ।


রঙবেরঙের কষ্টগুলোর নিলাম ডাকবো আজ
চমকে দেবে ক্রেতার চক্ষু
কষ্টের সুক্ষ্ণ কারুকাজ।
কষ্ট বিলাসী ক্রেতারা সব এসো তাড়াতাড়ি
নতুন পুরান সকল কষ্ট কড়িহীন
আজ নিলামে দেবো ছাড়ি।
জলদি এসো ফুরাবার আগে
নিয়ে যাও যার যত খুশি
দেরি করলেই হেলায় হারাবে
কষ্টবীজের হৃষ্ট পুষ্ট কুশি।
১৮-৪-২০১৮