আমার নিদ্রা কেড়ে নিয়ে চুপটি করে শুয়ে আছো
স্বামীর বুকে মহা সুখে
আমি একা আকাশ দেখি নিদ্রাহীন ও করুণ কাতর
ভেজা চোখে।


আমি এখন তারা গুনি প্রহর গুনি স্বপ্ন বুনি
নতুন ভোরের
তোমার কণ্ঠে সাধো যে গান সাজাও বাগান
নতুন সুরের।


কাছের মানুষ আমিই ছিলাম আমিই পেতাম
মনের খবর
ব্যস্ত সবাই ত্রস্ত পায়ে হেঁটে যেতো, আমিই ছিলাম
পাশে তোমার অষ্ট প্রহর।


কেউ নিত না খবর তোমার, আমিই ছিলাম
আপন মানুষ অন্তপুরের
এখন তোমার সবাই কাছের, সবাই আপন আমিই শুধু
অনেক দূরের।


আমিই এখন অচিন মানুষ, নষ্ট জীবন অচিন পুরের
অনেক দূরের
আমার জন্য বন্ধ এখন দিবানিশি খিড়কি কবাট
মনের ঘরের।


মিথ্যা ছলে করুণ আঁখির দৃষ্টি মেলে আর ডেকো না
আমায় “প্রিয়”
আমি যখন নষ্ট এখন কষ্ট করে ভুলেই যেও
ভুলেই যেও...
২৮-৯-২০১৮