চলছি বয়ে মাথায় নিয়ে, কষ্টের করুণ বোঝা
আমাকে আর কষ্ট দেয়া, নয় তো অত সোজা।


চোখে কষ্ট বুকে কষ্ট, কষ্ট পিঠে ঘাড়ে
কষ্টের ভিতর আছি ডুবে, কষ্ট নাহি ছাড়ে।


আজন্ম যার কষ্টে গড়া কষ্ট কি পায় তারে
কে আছে আর আমার আপন কষ্ট দিতে পারে।


কষ্ট আমার নিত্য আহার, কষ্ট ঘুমের বড়ি
প্রতিদিনই নীল কষ্ট বিষ, খেয়ে হজম করি।


কষ্ট আমার খেলার সাথী, নিত্য খেলে যাই
কষ্টের সাথে হেরে মনে, কষ্ট নাহি পাই।


হেলাল হাফিজ মাথায় নিয়া, কষ্ট করছে ফেরি
আমার কাছে দাও পাঠিয়ে, আর করো না দেরি।


ও ভাই কষ্টের ফেরিঅলা, আমার কাছে আস
মাল্টি কালার কষ্ট নিয়া, আমার নায়ে বস।


কষ্ট আছে তোমার কাছে, হরেক রকম কষ্ট?
ভাঙাচুরা নতুন পুরান, হোক না যত নষ্ট।


কষ্ট আছে; বেচবে নাকি; সুখের বিনিময়ে?
সবার কষ্ট দাও তুলে আজ, আমার কষ্টের নায়ে।


আমি যে এক কষ্ট ক্রেতা, কিনি খুচরা পাইকারি
কষ্ট এখন আমার কাছে, গরম ভাতে তরকারি।


জীবন নদে খোশ আমোদে, চলছি বেয়ে কষ্টের নাও
আমার নায়ের গলই খালি, থাকলে আরো কষ্ট দাও।
১৯-১১-২০১৭