তোমার জন্মশতবর্ষ বিগত নয়, মৃত নয়
হারানো কিংবা ক্ষয়ে যাওয়া দুঃখের দিন নয়-
বর্তমান, ভবিষ্যত প্রাণবন্ত, সতেজ ও সজীব
যখন কোটি প্রাণে স্পন্দিত হয় একটি নাম-
শেখ মুজিব...


তোমার প্রতিটি জন্মদিনে ফোটে অজস্র গোলাপ,
ওঠে একটি করে নতুন চাঁদ; গোলাপের সুধা আর
চাঁদের মহিমান্বিত আভায় আলোকিত হয় প্রতিটি
বাঙালি হৃদয়। বাংলাদেশ ভালোবাসার মহাসমুদ্রে
কল্লোলিত হয়...


অবারিত সবুজের মাঠে চোখ রেখে তোমাকে খুঁজি
মানুষের মতো বাঁচার প্রেরণায় তুমিই তো অমিত
সাহসের পুঁজি। তোমার দীপ্র তর্জনির ইশারায়
দিগন্তে নত হয় আকাশ, সৃষ্টি করে উদ্দীপিত মুক্তির
নতুন ইতিহাস...


তোমার জন্মের উৎসবে উপলব্ধ চেতনায় মস্তক
অবনত হয়; যদি করে যেতে পারি বিস্মরণের
পাপ ক্ষয়। শত বা লক্ষ বর্ষ নয়; আপন মহিমায়
তোমার জন্মদিনের উৎসব হোক অনন্তকাল ব্যাপী
অবিনাশী ও গৌরবময়...
১৮-৯-২০১৯