কতবার যে চেয়েছি
পরিযায়ী পাখির ডানায়
চড়ে চলে যাই,
হয়ে যাই নিরুদ্দেশ,
নীলিমায়।
নীলাদ্রি লেকের
ঘন স্বচ্ছ জলে
পুণ্যস্নানে ফিরে পাই
বিশুদ্ধ যৌবন।


যাই যাই করেও যাওয়া
হলো না আমার।
বরং বার বার ফিরে
যেতে হলো
পাপবিদ্ধ অন্ধকার জীবনের
চোরাগলি পথে।


ফিরে যেতে হলো
তাদের কাছেই-
যারা চোখ থেকে শুষে নেয়
চাঁদের কিরণ
অনন্তর দেয়
ফিরিয়ে অমাবশ্যার
ঘোর অন্ধকার।


যে হাতগুলো আমাকে
ছুঁয়ে থেকে উষ্ণতা দেবার কথা
সেই হাতগুলো দেয়
দক্ষিণ মেরুর মৃত্যু শীতলতা।

যেসব মৃণাল চোখ
অবিরাম চোখে
আলো দিয়ে
পথ দেখানোর কথা
সে চোখগুলো জোছনা ফুটায়
অন্য কারো চোখে।


তবু অমল বিশ্বাসে
পড়ে থাকি,
পিরিতির বীজ বুনি
হৃদয়ের মাঠে।
যদি ভুল করে ফুল ফোটে
ঊষর মরুর ধূসর আলয়ে।


ভালোবাসাহীন
সঙ্গীন বিরান ভূমি
দুই যুগেও পারেনি দিতে
একটি বিশুদ্ধ গোলাপ।
হতাশার রাত দীর্ঘ থেকে
দীর্ঘতর হয়ে বাড়িয়েছে
শুধুই যন্ত্রণা হৃদয়ে।


কতবার যে চেয়েছি
দক্ষিণের বাতাসের
পাল্কি চড়ে চলে যাই দূরে
যাই যাই করেও কোথাও
যাওয়া হলো না আমার!
১৭-১২-২০১৮