প্রতিদিন দেখা হয়, কথা হয় -
হয় সৌহার্দ্য বিনিময় একে অপরে।
প্রীতি আছে, প্রেম আছে, বন্ধুত্বের দাবী আছে
আছে কর্পোরেট সম্পর্কও;
নেই শুধু সেই যৌবন, মৌ-বন হৃদয়ের টান।
পদ ও পদবী - সব আছে
কুড়িটা বছরে বেড়েছে বয়স শুধু
বেড়েছে হৃদয় থেকে হৃদয়ে বিস্তর ব্যবধান।


কুড়িটা বছর পার হয়ে গেল
চোখের পলকে আলোর ঝলকে
বুঝতেও পারিনি যে
সময়ের ঘূর্ণি স্রোতে ভেসে গেছে
জীবনের সোনালি সকাল!
মধ্য দুপুরের রমণীয় রোদ বহন করছে
অবসন্ন বিকেলের বিষণ্ন ইঙ্গিত।
ইত্যবসরে কেউ বা চলে গেছে পরপারে;
কারো বা চলছে প্রস্থানের নিরব প্রস্তুতি।


কুড়িটা বছর নেহায়েত কম সময় তো নয়
তবু মনে হয় এই তো সেদিন, এমনি
এক হেমন্তের সোনালি সকালে
পরিযায়ী পাখিদের মতো জড়ো হয়েছিলাম
এক ঝাঁক প্রাণোচ্ছল যুবক-যুবতি
জাতীয় সংসদের সবুজ চত্বরে
চোখে মুখে ছিলো আনন্দের বিভা।


মাত্র তো কুড়িটা বছর, এরই মাঝে
কত আশা নিরাশার খেলা; কত
পরিবর্তন, কত আনন্দ-বেদনা!
কুড়িটা বছরে কেউ বুড়িয়েছে
কেউ ফুরিয়েছে, কেউ ছেড়ে গেছে
কেউ মরে গেছে, কেউ মরে মরে বেঁচে আছে
কেউ কারো রাখিনি খবর। কেবল
হেঁটে যাওয়ার পথে
দেখেছি রঙ্গন, কামিনী, কৃষ্ণচূড়া, সোনালুর
বিশুদ্ধ যৌবন, রোমাঞ্চিত শিহরণ, কামার্ত আলিঙ্গন;
শোনেছি ঝরে যাবার বিমূর্ত ক্রন্দন!


মাঝখানে কুড়ি বছরের ব্যবধান;
প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাতে মিলাতে
কিছুই মিলেনি; বেড়েছে দীর্ঘশ্বাস
জীবনের পথে পড়েছে বিমর্ষ পদছাপ।
স্মৃতি বিস্মৃতির মৃয়মান ছবি আজ ভাসে
হৃদয়ের ক্যানভাসে। তবু দেখি স্বপ্ন
জীবনের শেষ প্রান্তে খুঁজি একটি-
কেবল একটি বিশুদ্ধ বিকেল; যাতে
ডানায় রোদের গন্ধ মেখে দিতে পারি পাড়ি
পরিযায়ী জীবনের শেষে
চিরন্তন আবাসের ঠিকানায়।
২৮-১১-২০১৮