(পশতুন ভাষায় আফগান নারীদের প্রেম. ভালোবাসা, ক্ষোভ, দুঃখ, দ্রোহ, যুদ্ধ ও বিভীষিকাকে উপজীব্য করে রচিত ২ লাইনের ৯/১৩ মাত্রার কবিতা। যে কবিতা লেখার শাস্তি মৃত্যুদণ্ড। বাংলায় লান্দে লেখার প্রচেষ্ঠা।)


১১
রাখো প্রিয় প্রিয়ার হাতে হাত
সাহস সঞ্চারী বুকে কাটুক দুরাশার রাত।


১২
প্রিয় তুমি চলে গিয়ে দূর
সুরা ও সাকির নেশাতে কেন হলে চুর?


১৩
হে প্রিয় থেকো না আর দূরে
দেখে যাও, মরছি আমি প্রেম অনলে পুড়ে।


১৪
যার আঘাতে পরান যায় দহে
তার বিহনের জ্বালা তবু অন্তর না সহে!


১৫
আগে তো বুঝি নাই রে কালা
তোর প্রেমে আছে মধু আছে বিষের জ্বালা!


১৬
দিন ফুরায়ে আসলো যখন সাঁঝ
অভাগিনীর মনের খবর নেয় না কেহ আজ।


১৭
যতক্ষণ সুবাস থাকে ফুলে
ততক্ষণই করে ভীড় মধুপ-অলিকুলে।


১৮
দূর আকাশের তারা দেখতে পাও
পরকীয়ায় দৃষ্টি; ঘরে চাঁদ দেখতে পাও না!


১৯
তোমার উত্তাপে আমি গলি
তোমাকে আলো দিতেই যে মোম হয়ে জ্বলি।


২০
জন্মই যদি হয় আজন্ম পাপ
নারীর জন্য বিধির কেন এত অনুতাপ?
২৭-১০-২০১৮