মানুষী মুখোশে মানব জঙ্গলে অমানুষ ঘুরেফিরে
আমিষের লোভে লকলক করে লোভাতুর
জিভ- ছন্দে ও আনন্দে পূরবীর-
শয্যাকক্ষে জমা করে মদ মাংস রুটি আর
বেশ্যার বিনগ্ন বেঢপ শরীর...


আলোর ভেতর আলোহীন ঘোর অন্ধকার
কে আছে প্রদোষ সময়ের পরিত্রাতা
জেগে ওঠো প্রবল প্রতাপে- জেগে ওঠো
ভ্রাতা ভগ্নি মাতা...


করো তীব্র প্রতিবাদ
প্রেতাত্মার পেট চিরে রক্তের আখরে পাথরে খোদাই করে
লিখে রাখো জীবনের অনুরাগ অনুবাদ...
৭-১১-২০১৯