(একুশ শব্দের আবর্তন ও অক্ষরবৃত্তে রচিত)


৪৬
আমারও অনেক দুঃখ আছে, যাতনা আছে;
কী করে লুকাই?
সমুদ্রের কাছ থেকে উদারতা ধার নিতে
নীলজল দিগন্তের পথে হেঁটে যেতে
চলেছি একাই।


৪৭
আমি চাঁদের কিরণ থেকে হাসি নিই
দুঃখকে মাড়িয়ে
বুকের জমিনে ছড়িয়ে দিই হেমন্ত
সূর্য ডেকে আনি ভোর
আমাকে যেতেই হবে বহুদূর।


৪৮
আমি জানি
ধানগন্ধা সেই কৈশোর আর পাবো না
ছেড়ে গেছে সময়ের রেল।
পাবো না সোনালি দুপুরও;
একাই এখন খুঁজি লবঙ্গগন্ধা বিকেল।


৪৯
ঠিকানা যা মুখস্ত করে এসেছিলাম
ঝাউবন রূপে মজে মনে নেই আর।
তবু যেতে হবে; অনুভবে শেষ গন্তব্যের
দেখা পেতে চলেছি দুর্বার।


৫০
জীবন জাহাজ এখনো সচল
ফুরায়নি ইঞ্জিনের তেল
এখনো জেগে আছে অসংখ্য
তারা আকাশের
নীলজল দিগন্তের পথকড়ি হবে
লবঙ্গগন্ধা সেই সে বিকেল।
০৭-০২-২০২১