পহেলা বৈশাখ বাঙালির উৎসব; বাংলার উৎসব
বৈশাখের অত্যুষ্ণ দুপুরে যে যার মতো ব্যস্ত
বাঙালিয়ানা প্রদর্শনের মহতি মহড়ায়
মঙ্গল শোভাযাত্রার হৈ হৈ রব
বিপুল রঙের আয়োজন
রক্তের কণায় ভাবের বিপ্লুত উচ্ছ্বাস
হঠাৎ অত্যুচ্চ শব্দে বেজে ওঠে ভিনভাষী গান
মুহূর্তেই মূর্ছা যায় রক্তাক্ত বর্ণমালা
সালাম রফিক জব্বার বরকতের রক্ত
নিঃশব্দে ভেসে ওঠে বুড়িগঙ্গার দূষিত জলে
আচানক লুট হয়ে যেতে থাকে ভাষার সম্ভ্রম
বিভাবের পায়রা ঊড়ার কথা ভুলে
অচেতন পড়ে থাকে নিষিদ্ধ শব্দের অনুনাদে
ভাষার শরীর থেকে খসে যেতে থাকে
স্নিগ্ধতার রেশম কোমল পালক।
কুমারী লজ্জায় বিবস্ত্র বর্ণমালা মুখ ঢাকে
পেঁচার মুখোশে।
১৪-৪-২০১৯