(পশতুন ভাষায় আফগান নারীদের প্রেম. ভালোবাসা, ক্ষোভ, দুঃখ, দ্রোহ, যুদ্ধ ও বিভীষিকাকে উপজীব্য করে রচিত ২ লাইনের ৯/১৩ মাত্রার কবিতা। ঋণী রইলাম কবি রহমান মুজিবের নিকট, যার সমৃদ্ধ আলোচনা পড়ে কবিতার এই নতুন ধারার সাথে পরিচিত হয়েছি।)



সন্দেহের তীর ভাঙে সুখের নীড়
ভালোবাসা হোক যত পুরনো আর গভীর।



যদি আর নদীর নাই যে বিশ্বাস
ভাঙা-গড়া খেলা খেলে বাড়ায় দীর্ঘশ্বাস।



মানুষ ভাবি না, ভাবি নারী
অধিকারের কথা বলি, দিতে কি পারি?



নারীর কত রূপ; বোন, বধূ, মা
বাপের বাড়ি, স্বামীর বাড়ি কোনোটাই যার না।



নারীহীন সব অচল; অদ্ভুত!
নারীর কোনো বাড়ি নাই থাকে পরের বাড়ি।



অপরাধ এই, আমি যে নারী
সবার কথা সবাই বলে, আমি নাহি পারি।



তুমি কাছে নেই এই ফাগুনে
দেহ-মন চনমন, জ্বলছে প্রেমের আগুনে।



প্রিয়তম, এসো মোর বুকে
এসো দুজনে মরি ভালোবাসার সুখে।



কেন যে এ হৃদয় জাগালে
মিনসে জানে না ভালোবাসা কাকে বলে!


১০
নারী তুমি বাঁচতে কি চাও আজ
তবে জোট বেঁধে তুলো অধিকারের আওয়াজ।
২৭-১০-২০১৮