মায়াদীঘির স্বচ্ছ জলে ভাসে তোমার ছায়া
ছায়ার বুকে হেঁটে বেড়ায় এ কোন অবুঝ মায়া!


ছায়ার ভেতর মায়ার আঁচল হাওয়ায় নেড়ে হাত
ইশারাতে ডাকছে কাছে আজ যে বাসর রাত।


পদ্মপাতায় শয্যা পেতে খুঁজি সঙ্গম সুখ
অনুরাগে কেঁপে ওঠে মায়াদীঘির বুক।


জলের তলে জোছনা নাচে উথাল পাথাল ঢেউ
তুমি জানো আমি জানি আর জানে না কেউ।


মায়াদীঘির বুকে দুজন ভাসি বুনোহাঁস
জলকল্লোলে খেলি আবার ফেলি দীর্ঘশ্বাস!


খেলতে খেলতে কখন জানি ফুরিয়ে যায় বেলা
ফিরতে হবে বন্ধ করে মদির মোহন খেলা।


ফেরার কথা মনে হলেই ভিজে ওঠে আঁখি
মানতেই হবে মানুষ ভবে পরিযায়ী পাখি!
২৩-০১-২০২০