ব্যস্ত নগর ঢাকার শহর গাড়ি-ঘোড়ায় ঠাসা
রাস্তা-ঘাটে চলার কষ্ট বলার পাই না ভাষা।
পাবলিক গাড়ি যায় না চড়া গেটেও ঝুলে যাত্রী
নগর জীবন চলছে এমন দুর্ভোগের দিন রাত্রী।
মানব টানা অযান্ত্রিক যান রিকশা কিংবা ভ্যান
চড়তে গিয়ে পকেট ফাঁকা হারিয়ে যায় জ্ঞান।
সিএনজি তো আরো করুণ ইচ্ছা মতো চলে
ভাড়ার চাপে গলে পিত্ত চিত্তে আগুন জ্বলে।
আরো আছে “পাঠাও” “উবার” কত কী যে নাম
ভাড়ায় চড়ার আগেই যেন ছুটে গায়ের ঘাম।


এই তো গেল গাড়ির কথা গোনতে বাড়ি ভাড়া
মাস কাভারির আগেই হয় যে মাসের বেতন সারা।
নিত্য পণ্যের দাম যেন এক রেসের পাগলা ঘোড়া
শূন্য থলে হাতে ঝুলে তাকিয়ে থাকে ওরা।
সকাল হলেই লাগবে বাজার ভয়ে কাটে রাত
পণ্যমূল্য এতই বেশি যায় না দেয়া হাত।
মধ্যবিত্তের ঘরে নিত্য অভাব যে দেয় হানা
ঘরের কথা পরের কাছে বলতে নাকি মানা।
২৬-৬-২০১৮