সুখাধার চিনি নাই
২৮
নিরজনে
মনে মনে
শুধু করি
গণিতের গুণ-ভাগ
গড়মিল
থেকে যায়
জীবনের
খাতাটার পুরোভাগ।


ভুলে ভুলে
গেলো বেলা
অবহেলা
বেয়ে যাই ফুটো তরী
টিকটিক
বেজে বেজে
একদিন
থেমে যাবে দেহঘড়ি!


ক্ষণিকের
সুখ চেয়ে
দুখ পেয়ে
ছুরি মারি পরঘাড়ে
ভাবি না তো
একবার
সুখাধার
আছে ঘিরে চারিধারে!


ধনলোভে
মানবতা
পরাহত
চুপ করে থাকি খুব
দয়ামায়া
ভুলে গিয়ে
মনোরম
পাপাধারে দিই ডুব!


হোমশিখা
অহমিকা
বিষ ঢেলে
গিলে খাই বোধ লাজ
যাতনার
ভয়ানক
চাকু হাতে
নিজেকেই কাটি আজ!


জীবনের
বাঁকে বাঁকে
ঝাঁকে ঝাঁকে
দুখ মারে বিষ ঘাঁই
কারণ তো
একটাই
লোভে মজে
সুখাধার চিনি নাই!


অহমিকা
ভুলে যাই
অসহায়
মানুষের খুব কাছে
মানুষের
সেবা থেকে
কোন কাজে
সুখ আর বেশি আছে?
১৭-০৯-২০২০