বিষাদের ডোম ঘরে


ভেবেছিলাম
পানকৌড়ি
পাখি হবো
খুঁজে নেবো প্রেমসুধা
সরোবরে
ডুবে ডুবে
মিটাবো এ
বুকে জমা খর ক্ষুধা!


মাঝে মাঝে
মনাকাশে
উড়ে যাবো
মেখে নেবো ঘন নীল
সব আশা
হলো ফিকে
হৃদয়ের
চারিদিকে দিলে খিল!


এ আমার
ভুল নয়
ফুল ভেবে
দুটি হাত বাড়ালাম
ভালোবেসে
তব দ্বারে
ভিখারির
মতো এসে দাঁড়ালাম!


ফিরে যেতে
হয় যদি
প্রেমহীন
বিষাদের ডোম ঘরে
খুঁজে নিও
প্রাণহীন
দেহখানি
যদি কভু মনে পড়ে!
৩০-০৮-২০২০