চেতনার চিলেকোঠা
............................
আজকাল
মানুষের
গায়ে দেখি
অসুরের কালো সাজ
মানবতা
গেছে মরে
চেতনার
চিলেকোঠা খালি আজ!


নাই লাজ
নাই ভয়
ভাবে না তো
কবে হবে কী যে কার
ক্ষমতার
জোরে সাজে
অসুরেরা
মানুষের অবতার!


অতিমারি
অভিশাপে
অনুতাপে
টলে না তো কারো মন
শিঙ নেড়ে
তেড়ে যায়
মেরে খায়
গরিবের জমা ধন!


শরীরের
কোষে কোষে
মহা রোষে
শোণিতেরা দেয় ডাক
অসুরের
ভয়ে কেন
সুবোধেরা
রও বসে হৃতবাক?


জাগো জাগো
অসুরের
বুকে দাগো
সততার চারু শর
চেতনার
করিডোরে
নব ভোরে
আলো দিক প্রভাকর।
০৩-০৯-২০২০