চেয়ে আছে একটি মুখের দিকে
............................................
৩০
নবতর
শংকা আসে
আসে ঘোর
অমারাত অন্ধকার
উত্তরণ
আশা নেই
ভাষা নেই
বিবেকের বন্ধ দ্বার!


হরিলুটে
ওঠে মেতে
পার পেতে
নিজেদের লয়কাল
কাজ নেই
কথা বেচে
মিডিয়াতে
তলে তলে কাটে খাল!


মরে গেছে
মানবতা
অসততা
ঘিরে ধরে চারিধার
সততার
অগ্নি আর
আলোকের
নাই কোনো ব্যবহার!


নিপীড়িত
মানুষেরা
চেয়ে আছে
একটি মুখের দিকে
তমিস্রার
জাল কেটে
আলোকিত
করে দেবে পৃথিবীকে।


হাপিত্যেশ
হাঙরের
মুখে দেবে
শিরিশের শক্ত ডাল
তাড়াবে সে
স্বদেশের
বুক হতে
রাক্ষসের ঘাগি পাল।
২১-০৯-২০২০