দুর্নীতিবাজ খাচ্ছে যে আজ সরকারের সব উন্নয়ন
কষ্টের ফসল নষ্ট দেখে জলে ভিজে দুই নয়ন।


রিজার্ভ কয়লা সোনা রূপা খাইলো দেশের মাটি
তুলছে ঢেকুর যেমন মেকুর, চেটে দুধের বাটি।


চাটছে দেখো হাপুস হুপুস, এই বুঝি সব শেষ
পারতো যদি ফেলতো গিলে, গোটা বাংলাদেশ।


দুর্নীতির সব কাণ্ড দেখে, অবাক চেয়ে রই
মুখে তালা বুকে জ্বালা, কার কাছে যে কই!


প্রাণের ভয়ে সয়ে সয়ে সহ্য হয় না আর
ইচ্ছে করে একাই আমি মটকিয়ে দিই ঘাড়।


দেশদরদী থাকো যদি, ওঠো এবার জেগে
তুললে আওয়াজ দুর্নীতিবাজ, যাবেই যাবে ভেগে।


অন্ধ রাতে হিংস্র হাতে আর যদি দেয় থাবা
রুখে তারে প্রাণ সংহারে দিবে মাটি দাবা।


দেশটা কারো দয়ার দান নয়, রক্ত দিয়ে কেনা
দেশের তরে প্রাণ দিয়েছে লক্ষ মুক্তিসেনা।


শেখ মুজিবের সোনার বাংলার, দূর করো দুর্দিন
দেশটা গড়ে শোধো এবার, লাখ শহিদের ঋণ।