স্বদেশের বুক জুড়ে
২৭
হৃদয়ের
করিডোরে
বেদনার
ভারী স্রোত বহমান
অসময়ে
হারিয়েছি
তোমাকে যে
মুজিবুর রহমান!


বাঙালির
স্বাধীনতা
চেয়ে তুমি
জেলে গেলে বার বার
মারিতেও
চেয়ে তারা
হায়েনারা
পারে নাই মারবার!


হিমালয়
পাহাড়ের
মতো ছিলে
দৃঢ় আর অবিচল
নির্যাতন
নিপীড়ন
সয়ে গেলে
অবিরাম অবিরল!


যৌবনের
পুরোটাই
কেটে গেলো
অন্ধকার কারাগারে
হৃদে জ্বলা
আগুনের
দাবানল
নিভাতে কি কেউ পারে!


চেতনার
বারুদের
সবটুকু
দিলে ঢেলে রাজপথে
নিয়ে এলে
শোভনীয়
স্বাধীনতা
আকাশের চূড়া হতে!


ছিষট্টির
ছয় দফা
দিয়ে শুরু
হয়েছিল পথরেখা
একাত্তরে
শোণিতের
ধারা বেয়ে
স্বাধীনতা দিলো দেখা!


এদেশের
বায়ু মাটি
ফুল পাখি
গানে কয় যার কথা
মুজিবুর
মুজিবুর
মুজিবুর
নাম পেলো অমরতা!


স্বদেশের
বুক জুড়ে
তেরোশত
নদীজলে বহমান
নাম এক
নেতা এক
পিতা শেখ
মুজিবুর রহমান!
১৫-০৯-২০২০