ফসলের ঘ্রাণ শুঁকে


২৬
অনাবাদি
বুকভূমি
আবেগের
পলি দিয়ে লেপা ঘর
চেতনার
চাষীরাও
উদাসীন
বেখায়াল বেখবর!


শীত যায়
গ্রীষ্ম যায়
তাতে কারো
পড়ে না নেকনজর
ঘন ঘাসে
বনবাসে
পরিহাসে
পরিণত অনন্তর!


বসন্তের
কোকিলেরা
কুহু ডাকে
সবুজ পাতার ফাঁকে
জানে না তো
কত ব্যথা
জমা এই
হৃদয়ের বুনো বাঁকে!


বেদনার
খরস্রোতা
নদী বয়
দুচোখে দুরন্ত বেগে
মধুময়
দিনগুলো
চলে যায়
শেষে, ভেসে কালো মেঘে!


খর তাপে
পোড়া মাটি
তবু যাচে
সুনিপুণ চাষীহাত
ফসলের
ঘ্রাণ শুঁকে
মহাসুখে
পার হবে অমারাত।
১৩-০৯-২০২০