মরু ডাকে- তরু ছায়া
তৃষ্ণায় ফাটে বুক
থাকো মোর কাছে তুমি
বুকে রেখে পাই সুখ।
মরিচিকা দেখে দেখে
পুড়ে এ দৃষ্টি
ছায়াতরু, আনো ডেকে
পরিমল বৃষ্টি।
দহে দহে সহে না যে
অরুণের খরতাপ
জলহীন বলহীন
ধুলা সাথী
প্রাণ করে হাসফাস।
ফুলপাখি ছায়াসখি
একা ফেলে যায় চলে
এ যে মোর নিয়তির
নির্মম পরিহাস।
২৭-১-২০১৯