ম ম জামান


মৃত্যুপথের যাত্রী তো সবাই
তবুও কি কেউ ভাবছি মৃত্যুর কথা,
আখেরে মুক্তির কথা;
বন্ধ কি করেছি
মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা?
সকাল দুপুর বিকাল কেটে যায়
নির্ভাবনায়, উদ্দেশ্যহীন যাত্রায়
আচানক পড়ে বাধা;
সমুখে দাঁড়ায় মাটির গহ্বর
সীমাহীন লোভে ডুবে থেকে যার
রাখি না খবর।
অকস্মাৎ বিদায়ের ঘন্টা যখন
বাজে দিকে দিকে
পৃথিবীর সব রঙ তখন
হয়ে যায় ফিকে
দুচোখের তারায় তারায় নামে
ঘোর অন্ধকার
মৃত্যুর ভয়াল হাতে ধরা পড়ে
করি মুক্তির চিৎকার।
মুক্তি কি এতই সহজ?


অতএব, সাধু সাবধান!
মানুষে মানুষে গড়ো না ব্যবধান।
৮-৪-২০১৯