মহাকালের যাত্রায় মনের নদীতে সৃষ্টি হয়
আবেগের স্রোত। ধমনিতে ছড়িয়ে পড়ে
উচ্ছ্বাসের বিচ্ছুরণ। বেদনার ক্ষতে
বুলিয়ে যায় প্রশান্তির
কোমল নির্মল
অনুভূতি।
সমাজ
মনের আবেগকে;
নির্মল অনুভূতিকে মুছে
দিতে চায় জলোচ্ছ্বাসের ভয়ে।
দোহাই লাগে, চিরন্তন মুক্তির আবেগে
আভিজাত্যের দেয়াল তুলে বাধা দিও না।
৬-১১-২০১৮